জন্মভূমি ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গোষ্ঠী চলতি বছরের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত হয়েছিল, কিন্তু একপক্ষ জিম্মি কমান্ডারকে মুক্তি দেওয়ার পর গোলাগুলি বন্ধ হয়। এই কমান্ডারের আটককে কেন্দ্র করেই সোমবার রাতে এ লড়াই শুরু হয়েছিল। ত্রিপোলির স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মঙ্গলবার দিনের অধিকাংশ সময়জুড়ে চলা এ সহিংসতায় ২৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। তবে হতাহতদের মধ্যে যোদ্ধা এবং বেসামরিকরাও রয়েছেন কিনা তা পরিষ্কার করেনি তারা। খবর রয়টার্স।
বিশেষ প্রতিরোধ বাহিনী ও ৪৪৪ ব্রিগেড ত্রিপোলির সবচেয়ে শক্তিশালী দুটি সামরিক বাহিনী, তাদের লড়াই রাজধানীর প্রায় সব এলাকাকে কাঁপিয়ে তুলেছিল। মঙ্গলবার দিনের অধিকাংশ সময়ই শহরের কয়েকটি অংশের ওপর ঘন ধোঁয়া দেখা যাচ্ছিল। সঙ্গে শোনা যাচ্ছিল ভারী অস্ত্র থেকে ছোড়া একটানা গোলার আওয়াজ। নগরীর বিভিন্ন এলাকায় দু’পক্ষের মধ্যে লড়াই ছড়িয়ে পড়েছিল।
ত্রিপোলির মিতিগা বিমানবন্দর এলাকা নিয়ন্ত্রণকারী বিশেষ প্রতিরোধ বাহিনী ৪৪৪ বিগ্রেডের কমান্ডার মাহমুদ হামজাকে আটক করলে সোমবার রাত থেকে দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলে। ভ্রমণের উদ্দেশে হামজা মিতিগা বিমানবন্দরে উপস্থিত হওয়ার পর প্রতিপক্ষ তাকে আটক করেছিল।
বিশেষ প্রতিরোধ বাহিনী কয়েক বছর ধরেই ত্রিপোলির প্রধান সশস্ত্র উপদল হিসেবে সক্রিয়া আছে। মিতিগা বিমানবন্দর ও পূর্বাঞ্চলমুখি প্রধান মহাসড়কের একটি অংশসহ সংলগ্ন উপকূলীয় এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে আছে। অপরদিকে ত্রিপোলির বিশাল এলাকাসহ রাজধানীর দক্ষিণের এলাকাগুলো ৪৪৪ ব্রিগেডের নিয়ন্ত্রণে আছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত