জন্মভূমি ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “থার্টি ফার্স্ট নাইটে আমাদের সাধারণ মদের বারগুলো বন্ধ থাকবে।” এছাড়া, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, “থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো যাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
থার্টি ফার্স্টে বার বন্ধ রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
Leave a comment