
ডেস্ক রিপোর্ট : ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে ৪১ জনের মৃত্যুর পরদিনই থালাপতি বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার চেন্নাই পুলিশের নিয়েলঙ্কারাই এলাকায় অবস্থিত বিজয়ের বাসভবনে বোমা রয়েছে—এমন একটি ফোনকল পায় কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এরইমধ্যে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দল ও স্নিফার ডগ মোতায়েন করা হয়েছে এবং বাড়ির ভেতর-বাইরে তল্লাশি চালানো হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়, কারুরের পদদলনের ঘটনার পর থেকেই বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনার পরই নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি করে এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেককে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন বিজয়। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ জন নারী, ১৩ জন পুরুষ, পাঁচ কিশোরী ও পাঁচ কিশোর।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বিজয় লিখেছেন, ‘এ অর্থ অবশ্যই এমন ক্ষতির তুলনায় খুব সামান্য। তবু এই মুহূর্তে পরিবারের একজন হিসেবে আমার কর্তব্য হলো আপনাদের পাশে দাঁড়ানো।’
তিনি ঘটনাটিকে ‘অপূরণীয় ক্ষতি’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। বিজয় আরও লেখন, ‘যাদের সঙ্গে আমি দেখা করেছি, তাদের মুখই চোখের সামনে ভেসে উঠছে। যত বেশি ভাবছি, তত বেশি মন ভেঙে পড়ছে।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো গোয়েন্দা ত্রুটি ছিল না। বিজয় দেরিতে সমাবেশে পৌঁছানোয় মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল।