
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমাকে ভোট দিন আমি সন্ত্রাস মুক্ত নগরী গড়বো। কোন সন্ত্রাস চাঁদাবাজ নগরীতে থাকতে পারবে না। নগরবাসির সুখ শান্তি রক্ষায় অতীতে যেমন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আগামীতেও শক্তপদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, আমি কখনও সন্ত্রাস, দুর্নীতির কাছে মাথানত করিনি, ভবিষ্যতেও করবো না। এই অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য বাকি জীবন কাটিয়ে দিবো। আমি শুধু মানুষের দোয়া ও সহযোগিতা চাই। আরেকবার সেই সহযোগীতা পেলে আমি সেই কাজ গুলি করতে পারবো ইনশাল্লাহ। বৃহস্পতিবার দিনব্যাপী বার্মাশীল রোড, কদমতলা, তুলাপট্টি, স্যার ইকবাল রোড, কালিবাড়ি, হেলাতলা, ক্লে রোডসহ বড় বাজার এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন তা মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সফিকুর রহমান পলাশ, জামিরুল হুদা জহর, সেলিম মুন্সি, এমরানুল হক বাবু, গোপাল চন্দ্র সাহা, ভাষান মোল্লা, আব্দুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়েল নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

