জন্মভূমি ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় নিজ প্রতিষ্ঠানে আবদুল মালেক (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। নিহত আবদুল মালেক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীপুর গ্রামের হাজী কলিম উদ্দিন মিয়াজী বাড়ির আবদুল ওয়াদুদের ছেলে।
শুক্রবার দুপুরে নিহতের ছোট মেয়ে লামিয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে আফ্রিকার ডারবান শহরে বাবাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এসময় তারা প্রতিষ্ঠানে থাকা টাকা-পয়সা ও মালামাল লুট করে নিয়ে গেছে।
নিহত আবদুল মালেকের মরদেহ দেশে আনার ব্যবস্থা জন্য পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত