জন্মভূমি ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পুলিশ এক অভিযানে অন্তত ১৮ সন্দেহভাজন ডাকাতকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার দেশটির লিমপোপো প্রদেশে বন্দুকযুদ্ধের সময় সন্দেহভাজন ডাকাতরা নিহত হন বলে পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সর্ব উত্তরের প্রদেশ লিমপোপোর মাখাদো এলাকায় ডাকাত দলের সঙ্গে পুলিশের ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
মাখাদোর বন্দুকযুদ্ধের স্থান থেকে দেশটির পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা বলেছেন, সন্দেহভাজনরা ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) লুটের পরিকল্পনা করছিলেন। তারা অন্যান্য প্রদেশেও একই ধরনের অপরাধের সাথে জড়িত।
মাসেমোলা বলেন, ‘এই চক্রটি লিমপোপো প্রদেশ, এমপুমালাঙ্গা ও গুয়েটাং শহরের কয়েকটি সিআইটি লুটের সাথে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি।’
তবে বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের একজন কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। আর ওই বন্দুকযুদ্ধ প্রায় ৯০ মিনিট ধরে স্থায়ী ছিল।