দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিসহ ৬৯ জন বিদেশি শিক্ষার্থীর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গ্যাংউন প্রদেশের পুলিশ গতকাল মঙ্গলবার জানায়, গত বছরের ডিসেম্বর থেকে শুরু করে প্রায় ১০০ বার এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে—এমন অভিযোগে একটি বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন বিদেশি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ বলছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন খাবার দেওয়ার কথা বলে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ওই কিশোরীকে শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি করায়। কিশোরী অপ্রাপ্তবয়স্ক জেনেও অভিযুক্ত বিদেশি শিক্ষার্থীরা এটি করেছেন।
দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, জেনেশুনে ১৬ বছরের কম বয়সী ভুক্তভোগীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ বা শিশুকে যৌন হয়রানির অভিযোগ আনার যায়।
ভুক্তভোগী কিশোরী স্কুলশিক্ষকের সঙ্গে পরামর্শ করলে দায়িত্বপ্রাপ্ত স্কুলশিক্ষক পুলিশের কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে এমন লোমহর্ষক অভিযোগ আনা হয়।
পরে, দক্ষিণ কোরিয়ার পুলিশ ৬৯ বিদেশি শিক্ষার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।