তালা প্রতিনিধি : দলের মধ্যে থেকে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ভাংচুর, লুটপাট, দখলবাজী কারীদের কোনো জায়গা নেই। সে যে পদের বা যার লোক হোক না কেন তাদের ক্ষমা করা হবে না। যদি উপজেলার কোনো নেতার পকেটের লোক হয় বা আমার লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার (১১ মার্চ) বিকালে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন। ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খান আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত