জন্মভূমি রিপোর্ট : ‘সাধ আছে কিন্তু সাধ্য নেই’ একটি দরিদ্র পরিবারের নিত্যদিনের গল্প এটি। এমন পরিবারের পাশে দাঁড়াতে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ নামে একটি উদ্যোগ নিয়েছে। ফুডব্যাংকিং খুলনার এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করে তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।
‘প্রজেক্ট স্বাবলম্বী’ এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছ থেকে যাকাতের অর্থ সংগ্রহ ও বিভিন্ন অনুদান সংগ্রহ করার পর বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে।
প্রকল্পটির আওতায় রিকশা, সেলাই মেশিন, গর”, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। এই প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগীকে প্রায় পাঁচ বছর পর্যন্ত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হবে।
এই প্রজেক্টের আওতায় নগরীর ফারাজি পাড়াস্থ কার্যালয়ে শনিবার দুপুরে ৪০ টি পরিবারের মধ্যে সহাযয়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহরিয়ার মাসুদ মেঘ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মেহরাব রিশাদ, তথ্য বিষয়ক সম্পাদক মাহিন শাহরিয়ার, এস এম নয়ন হোসেন, মেরাজ, এস কে ইমরান, মাসুদ হোসেন, রাকিব প্রমুখ। সুবিধাবঞ্চিত পরিবারদের মধ্যে রিকশা পাঁচটি, সেলাই মেশিন ১৫ টি ও ভ্যান ২০ জনকে দেয়া হয়েছে। এছাড়া আরও দশজনকে ইদ পরবর্তী সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি শাহরিয়ার মাসুদ মেঘ। উল্লেখ্য. ফুড ব্যাংকিং খুলনা ২০১৭ সালে যাত্রা শুরু করে। জন্মলগ্ন থেকে সংগঠনটি প্রায় চারশত পরিবারকে স্বনির্ভর করেছেন। এছাড়া সফলতার সঙ্গে প্রতিষ্ঠানটি শিশুশিক্ষা, নারীর ক্ষমতায়ন, বিনামূল্যে রক্তদান, ইকো পরিবেশ, যুব দারিদ্র্য নিরসন করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, পুষ্টি, নারী ও শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করছে আসছে।