দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন নাগরিক ঐক্য, ওয়ার্কার্স পর্টি, গণসংহতি ও জেএসডি খুলনার নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় নাগরিক ঐক্যের কার্যালয়ে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির সামজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে ৮ দফা দাবি সোচ্চার হওয়ার পাশাপাশি ইতিমধ্যে তাদের ৩১ দফা দাবির মধ্যে দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠরি অদিকার আদায়ে ৫ টি দাবি সংযোজন করেছেন বলেও জানান নেতৃবৃন্দ। দলিত ওয়ার্কিং গ্রæপের উদ্যোগে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ৮ দফা দাবী অন্তর্ভূতির কার্যক্রমের অংশ হিসেবে এই রাজনৈতিক সংগঠনগুলোর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়্ এ সময় উপস্থিত ছিলেন জেএসডি’র খুলনা মহানগর এর সভাপতি লোকমান হাকিম, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কেএম আলীদাদ, নাগরিক ঐক্যের সদস্য সচিব মোতাহার রহমান, গণসংহতি আন্দোলনের জেলা আহŸায়ক মনির চৌধুরী সোহেল, সংহতি আন্দোলনের নগর সদস্য সচিব কামরুজ্জামান টুকু ও কাজী আমিনুর রহমান। দলিত জনগোস্ঠীর সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিতে দাবীগুলোর মধ্যে বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা।
স্মারকলিপি প্রদানকালে ওয়ার্কিং গ্রæপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক সিলভী হারন, সদস্য ইসরাত আরা হীরা, সালমা জাহান মনি, অ্যাড. মুজাহিদুল ইসলাম শামীম, মানবাধিকার কর্মী ইসরাত নূয়েরী হোসেন মুমু, অরুন দাশ প্রমুখ।
দলিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে সহযোগিতার আশ্বাস গণতন্ত্র মঞ্চের
Leave a comment