
বিজ্ঞপ্তি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন বিপুকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পরপর দুইবার কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। নোটিশের সন্তোষজনক জবাব দিতে না পারায় দল তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। শুক্রবার বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিপুকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সাথে দল থেকে তার প্রাথমিক সদস্য পদ বাতিলসহ আজীবন বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করেছেন।