
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ ইং উপলক্ষ্যে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার সকালে পরিষদের সামনে দূর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা,গড়বে আগামীর বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ,থানার পুলিশ কর্মকর্তা (তদন্ত) অনুপ দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মদ ইব্রাহিম অরবিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন দশমিনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত/এসটিভির প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি, দশমিনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মো. বেল্লাল হোসেনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী সাধারন জনগন। সভা শেষে দূর্নীতি বিরোধ বিভিন্ন ধরনের ব্যানার ও পোষ্টার প্রদর্শনী করা হয়। আলোচনা সভায় বক্তারা দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত