আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মাঠে বর্নিল আয়োজনে একুশে বইমেলা ২০২৫ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বইমেলা এই প্রথম অনুষ্ঠিত হয়। একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল আলীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম.আরিফুর রহমান, একাডেমিক সুপারভাইজার মু.নেছার উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ খালিদ হোসেন,দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা সঞ্জয় ব্যানার্জিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী। একুশের বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন স্কুল-কলেজের স্টলে বইপ্রেমী দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। আলোচনা সভা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।