আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমডুর ইউনিয়নের পশ্চিম আদমপুর গ্রামে কৃষকদেরকে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষিই সমৃদ্ধি,কৃষিই উন্নয়ন এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক এইচ.এম.শামীম হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা, কৃষক/কৃষানী এবং স্থানীয় জনগন অংশ গ্রহন করেন। মাঠ দিবস শেষে প্রধান অতিথিসহ সকলে বিভিন্ন প্রকল্পের ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন।