
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষকদেরকে নিয়ে উপজেলাকে কৃষি বান্ধব হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের জলবায়ু পুষ্টি সমন্বিত কৃষি মডেল বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ২০২৪-২০২৫অর্থ বছরে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি-রেইনস) এর আওতায় জলবায়ু পুষ্টি সমন্বিত কৃষি মডেল বিষয়ক এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ৭টি ইউনিয়নের ৪০জন কৃষক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। প্রশিক্ষন প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড.মোহাম্মদ আমানুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক(শস্য) মো.শাহাদাত হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো.হাছিন রাইয়ান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দুলাল সিকদার. মো.রবি ফয়সাল প্রমুখ।

