আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা(পটুয়াখালী) : উত্তম কৃষি চর্চা এবং কৃষি বান্ধব হিসাবে উপজেলাকে গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলায় কৃষকদেরকে নিয়ে দিনব্যাপি সার্টিফিকেশন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষকদেরকে এই প্রশিক্ষ প্রদান করা হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) এর আওতায় দিনব্যাপি”কৃষক জিএপি সার্টিফিকেশন”প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডঃ মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। প্রশিক্ষন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক মো. নজরুল ইসলাম ও পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মোসাঃ ফাহিমা হক। প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। প্রশিক্ষনে উপজেলার প্রান্তিক ২৫ জন কৃষককে প্রশিক্ষন প্রদান শেষে সার্টিফিকেট বিতরন করা হয়।