
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৭টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়। উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় বসতবাড়ীতে ফল চাষ উন্নয়ন কার্যক্রম এবং চর রক্ষা উপযোগী বৃক্ষরোপন কার্যক্রমের আওতায় উপজেলা কৃষি বিভাগের বাস্তবায়নে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির এই গাছের চারা বিতরন করা হয়। মৌসুম খরিপ-২,২০২৫/২৬ অর্থ বছরে উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক গ্রুপের নিকট পেয়ারা,তাল,খেজুর,নারিকেল,আম,নিম,বট গাছের চারা প্রদান করা হয়। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারন প্রকল্পের আওতায় বসতবাড়ীতে ফল চাষ উন্নয়ন কার্যক্রমের অধীনে কৃষকদের মাঝে এই চারা বিতরন করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোহাম্মদ আমানুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ’র সভাপতিত্বে গাছের চারা বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাস্ট্রীয় পদকপ্রাপ্ত যুব উদ্যোক্তা কৃষক কাজী আনিছুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.দুলাল সিকদার, মো.রবি ফয়সাল. মো.সবুজ সিকদার প্রমুখ।

