
দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন কেন্দ্রের হলরুমে দিনব্যাপি পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়। ২০২৪-২০২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের(পার্টনার) আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ডিএই খামারবাড়ী পটুয়াখালীর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ এইচ.এম.শামীম। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। কর্মশালায় অল্প পরিমানে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার,বিষমুক্ত সবজি-ফসল উৎপাদন,মাটি পরীক্ষাসহ বিভিন্ন কৃষি বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।