
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের আলীপুরা গ্রামের রনজিৎ চন্দ্র দাস একজন সফল কৃষি বান্ধব উদ্যোক্তা কৃষক। তার সমন্বিত কৃষি খামার ব্যাপক সাড়া জাগিয়েছে। এলাকার বেকার যুবকরা তার বাগান দেখে অভিভূত হয়ে গেছে। বাগান দেখতে এলাকার অনেক দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। উদ্যোক্তা কৃষক রনজিৎ চন্দ্র দাসের খামারে পেপে,আম,আপেলসহ বিভিন্ন ধরনের ফলের পাশাপাশি সবজির চাষ করেছে। তার কৃষি খামারে বিষমুক্ত আপেল কূলের ব্যাপক ফলন হয়েছে। কৃষক রনজিৎ চন্দ্র দাস প্রায় ১ একর জমিতে শুধু বিভিন্ন জাতের আপেল কুলেরই চাষ করেছে। উপজেলা কৃষি বিভাগের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি-রেইনস) আওতায় প্রমানিত প্রযুক্তিগত প্যাকেজ (ফল প্রদর্শনী মাধ্যমে আপেল কুল চাষ করা হয়। বর্তমানে খামারে বলসুন্দরী,আপেল কুল,কাস্মীরী কুল,নারিকেল কুলের ব্যাপক ফলন হয়েছে। কৃষি বিভাগের পরামর্শে জমিতে উচু ঢিবি তৈরি করে কুলের চারা বপন করেছেন। উপজেলার দূও দূরান্ত থেকে অনেক দর্শনার্থী তার বাগানে ভিড় করছে।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা যায়, অত্র এলাকার মাটি কূলসহ বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষের জন্য উপযোগী। বিগত কয়েক বছর ধরেই উপজেলায় বানিজ্যিক ভাবে ফল ও সবজি চাষ শুরু হয়। ফল ও সবজি লাভজনক হওয়ায় উপজেলায় প্রান্তিক চাষীর সংখ্যা বেড়ে গেছে। বর্তমানে শীতকালীন সবজি ও কূলের মৌসুম চলছে। অত্র উপজেলায় আপেলকূল ও বাউকূলের ব্যাপক চাষ হয়েছে। এই দুই প্রজাতির কূল মিষ্টি হওয়ায় হাট-বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা,মাটির উর্বরতা এবং চাহিদা থাকায় অত্র উপজেলার উদ্যোক্তা কৃষকরা কৃষি খামার ছাড়াও আবাদি ও অনাবাদি জমিতে আপেল কূল চাষ করে লাভবান হচ্ছে। তবে এই বছর উপজেলার ক্ষুক্র ও প্রান্তিক কৃষকরা মাল্টা, কমলা ও পেঁপেসহ অন্যান্য ফল ও সবজির চাষাবাদ করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.জাফর আহমেদ দৈনিক সংবাদ প্রতিনিধিকে জানায়, দশমিনা উপজেলার মাটি যে কোন ধরনের ফল ও বারোমাসি সবজি চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে উন্নত প্রজাতির ফল ও বারোমাসি সবজি চাষের জন্য পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলসহ সবজির ব্যাপক ফলন হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত