আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের ইউনিয়ন পরিষদ সংলগ্ন দিগন্ত সড়কটির দেড় কিলোমিটার রাস্তায় ইট বিছানোর কাজ শেষ হয়। অবিরাম বর্ষন থাকার কারনে পিচ ঢালাই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এই সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হওয়ায় এলাকাবাসী দিগন্ত সড়কে ধানের বীজ রোপন করে অভিনব কায়দায় প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ছিল। সড়কটির দেড় কিলোমিটার ভাঙ্গা,খানাখন্দ ভরা ছিল। এছাড়া সড়কটি দীর্যদিন যাবত সংস্কার করা হয়নি।
উপজেলার সদর ইউনিয়ন পরিষদ থেকে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত দিগন্ত সড়ক মাত্র দেড় কিলোমিটার। সড়কটি দীর্ঘ ৭-৮ বছর আগে এলজিইডির অর্থায়নে পাকা করা হয়। সড়কটির বিভিন্ন স্থানে নালা, খানাখন্দ থাকায় লোকজন ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কটিতে প্রায়ই দূর্ঘটনা ঘটে। এলাকার প্রায় ৫ হাজার বাসিন্দা ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে। অথচ সড়টির ছিল বেহাল দশা। ২০১৮-২০১৯ ইং অর্থ বছরে এডিপির অর্থায়নে পটুয়াখালী জেলা পরিষদের বাস্তবায়নে সড়কটি সংস্কারের জন্য সাড়ে ৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়ে ছিল। সড়কটিতে নামফলক উন্মোচন করলেও সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হয়নি। তৎকালীন সময়ে জেলা পরিষদ বাস্তবায়নে এডিপি কর্তৃক বরাদ্দের টাকা কোন কাজে ব্যয় হয়েছে তারও প্রমান পাওয়া যায়নি।
এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলাচলে দূর্ভোগ লাগবে প্রশাসনের দ্বারস্থ হলে উপজেলা নির্বাহী প্রকৌশলী অধিদপ্তর সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়। বর্তমানে রাস্তাটিতে ইট বিছানো হয়। অবিরাম বর্ষন থাকার কারনে পিচ ঢালাই কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত