
আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক রাব্বানী ইসলাম অমি খানকে পুলিশ গ্রেফতার করেছে। উপজেলা সদরের পূজাখোলা এলাকার পায়রা ফুট কর্নার সড়কের সামনে থেকে তাকে আটক করা হয়। থানার মামলার সূত্র থেকে জানা যায়,উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ছায়েদ আলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬মার্চ বিকালে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে হামলার ঘটনা ঘটে। এই হামলায় বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সবুজ ঢালি বাদী হয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় ৪৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় রাব্বানী ইসলাম অমি খানকে পুলিশ গ্রেফতার করেছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।