দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পটুয়াখালীর দশমিনা উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৭৮জন এর বিপরীতে উপজেলায় ৩জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৮জন ইউনিট টিম লিডার। টিম লিডার প্রার্থীরা হলেন-পাভেল মাহামুদ রায়হান, আহসান উল্লাহ মুনিম ও সিরাজুল ইসলাম।
জানা যায়, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নে ৬৮জন ও বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে ১০ জন ভোটের বিপরীতে পাভেল মাহামুদ রায়হান, আহসান উল্লাহ মুমিন ও সিরাজুল ইসলাম প্রতিদন্ধীতা করেন। নির্বাচনে ৭৮জন ইউনিট লিডার ভোটাধিকার প্রয়োগ করেন। এতে আহসান উল্লাহ মুনিম-৩৮ ভোট ও তার নিকটতম প্রতিদন্ধী সিরাজুল ইসলাম-২২ ভোট এবং পাভেল মাহামুদ-১৮ভোট পেয়েছেন। আহসান উল্লাহ মুনিম বেসরকারিভাবে উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন। অপরদিকে, উপজেলা ডেপুটি টিমলিডার মো. বাবুল হোসেন (পুরুষ) ও উপজেলা ডেপুটি টিমলিডার মোসা. সালমা বেগম (মহিলা) একক প্রার্থী হওয়ায় তাদের বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচন উপলক্ষে স্থানীয় সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এই কমিটি ৩ বছর দায়িত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনা করেন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির দশমিনায় অতিরিক্ত দায়িত্বে মো.শাহাবুদ্দিন মিয়া, আরডিও আরিফুর রহমান, উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো. সেলিম ও বিআরডিবির পরিদর্শক আব্দুর রহিম প্রমুখ।
দশমিনায় প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিপিপি নির্বাচন অনুষ্ঠিত

Leave a comment