আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা(পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলা নববর্ষকে বরন করে নিতে সোমবার সকাল থেকেই উপজেলা পরিষদের চত্বরে এলাকাবাসী এসে জমায়েত হয়। নববর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দল নানা কর্মসূচী পালন করে। এই সব কর্মসূচীর মধ্যে ছিল বর্নাট্য র্যালি, লোকজ উৎসব,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসানের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বাংলা নববর্ষ বরন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর ও বিনোদন স্পটগুলোতে নারী-পুরুষ এবং তরুন-তরুনীদের মিলন মেলা ছিল। এছাড়া সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে পান্তা উৎসবের অয়োজন করেছে। দশমিনা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পান্তা উৎসব শেষে বিএনপি,ছ্ত্রাদল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এক বর্নাট্য র্যালি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা হাসান মামুনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলার কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.শাহ আলম শানু,ফখরুজ্জামান বাদল,এডভোকেট খোরশেদ আলম,ছাত্রদলের সভাপতি কাজী তানজির আহমেদ রিডেন,সাবেক সভাপতি এইচ.এম.ইকবাল বশির প্রমুখ। বাংলা নববর্ষ পালন উপলক্ষ্যে বিশেষ আকর্ষন হিসাবে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।