দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি)’র পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক) এর সংগঠক মোহাম্মদ নাসির উদ্দিন (৪৮) গত ১ মে ইন্তেকাল করেন। ১ মে নিজ বাসায় সকালে হঠাৎ অসুস্থ্য হলে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে জেলার দুমকি উপজেলায় পথিমধ্যে এম্বুলেন্সেই মৃত্যুবরন করেন। সদালাপি নাসির উদ্দিনের মৃত্যুর খবর দশমিনায় শোনার সঙ্গে সঙ্গে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সুদীর্য ২৬ বছর তিনি বিআরডিবিতে কর্মরত ছিলেন। মরহুমের গ্রামের বাড়ী বরিশাল জেলার উজিরপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল,দশমিনা রিপোটার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ,সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত