
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজনে এক বিশাল জনসভা আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। রনগোপালদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন চৌকিদারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মো. খোরশেদ আলম, সহ-সভাপতি মো, হোসেন হাওলাদার, এডভোকেট আবদুল ওহাব চৌধুরী,সাধারন সম্পাদক শাহ আলম শানু,যুগ্ন সাধারন সম্পাদক মো.ফখরুজ্জামান বাদল প্রমুখ। জনসভায় বলেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, জনগন চাইলে নির্বাচনে যাব, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির শক্ত ঘাটি তৈরি হয়েছে। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা পাবে। এখন শেষ সিদ্ধান্ত জনগেনের। যদি জনগন আমাকে চায় তাহলে জনগনের প্রার্থী হয়ে নির্বাচন করবো। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির সকল স্তরের শত শত নেতা-কর্মী উপস্থিত হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত