
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপির আয়োজনে পাগলা বাজার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ইউনূচ হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, সহ-সভাপতি আবদুল ওহাব চৌধুরী, সহ-সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মো.ফখরুজ্জামান বাদল, সহ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, যুবদলের সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মাহবুব ফরায়জি, চরবোরহান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন সুমন সহ ইউনিয়ন, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন, বিএনপি এমন একটি দল যে দল জনগনের কথা বলে। জনগনের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। ১৬ টি বছর স্বৈরাচার শেখ হাসিনা ও তার পেটুয়া বাহিনী জনগনের তথা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে রেখেছে ছিল। কেন্দ্রীয় নেতাকর্মী থেকে তৃনমূল নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। সেই স্বৈরাচার শেখ হাসিনা ও তার পেটুয়া নেতাকর্মীদের দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। শহীদ রাস্ট্রপতি মেজর জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা শত জেল জুলুম সহ্য করে স্বৈরাচার শাসন সময়ে দেশ থেকে পালায়নি। দেশ মাতা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবরন করতে হয়েছে বছরের পর বছর। তাকে চিকিৎসা করতে দেয়নি। আমারা গনতন্ত্রে বিশ^াস করি। তাই জনগনের কথা ভেবে জনগনের হয়ে কাজ করতে চাই। দশমিনা-গলাচিপা আসনে আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব যাকে মনোনয়ন দিবেন তার হয়ে কাজ করবো। তিনি নেতাকর্মী ও সাধারণ জনগনের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিভাজন ও দলের মধ্যে ফাটল ধরানোর জন্য একদল লোক কাজ করছে। তাদের কথায় কান দিবেন না। আপনারা দেশ মাতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখুন। দলের বদনাম হয় এমন কাজ থেকে বিরত থাকুন। জনগনের সহযোগিতায় কাজ করুন। বিএনপি আবার ক্ষমতায় আসবে। সরকার গঠন করে দেশ ও দেশের জনগনের হয়ে কাজ করবে।

