
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্যোগে দৈনিক প্রথম আলো ও ডেইলি ষ্টারের উপর ন্যাক্কারজনক হামলা এবং নিউ এজের সম্পামক নুরুল কবিরকে হেনস্তা করার প্রতিবাদে আজ বুধবার ২৪ ডিসেম্বর সকালে ১১ টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে দাড়িয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা এই মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের পটুয়াখালী জেলা দক্ষিন প্রতিনিধি মো.কামরুর ইসলাম সোহাগ,দশমিনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো.বেল্লাল হোসেন, দৈনিক সমকাল প্রতিনিধি রিপন কুমার কর্মকার, দশমিনা রিপোটার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদ,সাধারন সম্পাদক সঞ্জয় ব্যানার্জি, দশমিনা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মো.মামুন তানভীর,দৈনিক মানবজমিন প্রতিনিধি মো.সাফায়েত হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত