
আহাম্মদ ইব্রাহিম অরবিল, দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলা আলীপুর ইউনিয়নে চাঁদপুর ব্লকে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সূর্যমুখী ফসলের উপর কৃষকদেরকে নিয়ে গত বৃহস্পতিবার বিকালে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলার আলীপুর ইউনিয়নের ৫০ জন কৃষক ও কৃষানী অংশ নেয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রবি ফয়সাল,দশমিনা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জি প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান,উপজেলার ৭টি ইউনিয়নে কৃষকদেরকে তৈল ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।