দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ননীগোপাল মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়সহ ৪১ জন নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বটবুনিয়া এলাকার মতিয়ার রহমান সানার ছেলে বিএনপির ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আজমীর রহমান সানা বাদি হয়ে গত বুধবার সিনিয়র জুডিশিয়াল দাকোপ ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। এ সময়ে বাদির পক্ষে অ্যাডভোকেট মাসুদ করিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মামলার বিবরনে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টায় দিকে আওয়ামীলীগের নেতা কর্মিরা ফিল্মি স্টাইলে হামলা চালিয়ে উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে। এ সময়ে তারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের ছবিসহ অফিসের আসবার পত্র ভাংচুর ও বিএনপি নেতা কর্মিদের পিটিয়ে আহত করে। মামলাটি আদালত আমলে নিয়ে দাকোপ থানা পুলিশকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্যান্য আসামীরা হলেন আ‘লীগনেতা মিহির মন্ডল, পঞ্চানন মন্ডল, জালাল উদ্দিন গাজি, জিএম কামরুজ্জামান, রনজিত মন্ডল, জিএম রেজা, সাবেক মেয়র সনত কুমার বিশ^াস, অসিত বরণ সাহা, রতন মন্ডল, আরমান ফকির, সাইফুল ইসলাম গাজি, গোবিন্দ বিশ^াস, মোহন লাল সাহা, গাজি সরোয়ার হোসেন, জাহিদুর রহমান মিল্টন, কেএম কবির হোসেন, আলতাফ ঢালী, পংকোজ কবিরাজ, নিত্যরঞ্জন কবিরাজ, নিমু কবিরাজ, প্রনব কবিরাজ, প্রসেনজিত কবিরাজ, নীল কোমল সরদার, গোলাম মোস্তফা খান, আফজাল খান, রাজ লক্ষ্মী বিশ^াস, জয়ন্তী রানি সরদার, বাসু মিন্ত্রী, এনামূল, মোশারেফ হোসেন খোকন, মুকুল রায়, অনিমল রায়, কৃষ্ণ রায়, চিন্ময় রায়, নিহার সরদার, তন্ময় সরকার, শফিকুল ইসলাম আক্কেল, আছাবুর ঢালীসহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন।