দাকোপ (খুলনা) প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতা বিধায়ক নিতিশরানের সমর্থনের প্রতিবাদে খুলনার দাকোপে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সমমনা দলসমূহ এ সমাবেশের আয়োজন করেন।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদর চালনা ডাক বাংলো মোড়ে স্থানীয় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী শফি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন, সহ সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা তাবারক হুসাইন, পৌর সভাপতি আলহাজ্ব আবু দাউদ, সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, পৌর সম্পাদক অবঃ সেনা কর্মকতা আকতারুজ্জাম, সহ সম্পাদক হাফেজ ওসমান কারিম, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, খেলাফত মজলিশ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফারুকুজ্জামান, সম্পাদক মাওলানা ইকবাল হুসাইন, পৌর সভাপতি মুফতি খালিদ হোসাইন, সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, যুব মজলিশের সভাপতি মাওলানা সোহরাব হুসাইন, সম্পাদক সেক্রেটারি মুফতী মুস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ উপজেলা আমীর মাওলানা আবু সাইদ, সম্পাদক প্রফেসর জি.এম ওহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলঃ জি.এম ইমদাদুল হক, পৌর সভাপতি মাওলানা জি.এম আক্তারুজ্জামান, সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, সম্পাদক ফজলুল করিম, পৌর সভাপতি ইব্রাহিম খলিল, সম্পাদক মুরসালিন, ছাত্র মজলিশের আহবায়ক মোঃ জোবায়ের, ইসলামী ছাত্র শিবির উপজেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লীরা মিছিল নিয়ে দলে দলে সমাবেশে যোগদান দেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত