
বিজ্ঞপ্তি : দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকালে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সুতারখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য বরুণ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব গাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
সম্মেলনে বিশেষ অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, জিএম জুলফিকার গাজী জুলু, সরোয়ার হোসেন গহন, রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, আবির মালিক, শেখ মাহামুদুন্নবী মিল্টন, মিজানুর রহমান মিজান, মোঃ আবু সাঈদ খান, জাহাঙ্গীর হোসেন, শেখ হেলাল বাবু, কামরুল হাসান বাপ্পি, চঞ্চল রায়, সুকৃতি রায়, প্রনব গাইন, সমীর মন্ডল, হাদীউজ্জামান অরেঞ্জ, দীনবন্ধু সরদার, জিএম ওমর ফারুক, জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, সৌম্য বিশ্বাস, আমানউল্লাহ গাজী, ইয়াসিন আরাফাত, বাচ্চু শিকারী, আনিস ফকির, নাজমুল হাসান, শামিম মল্লিক, রুহুলামিন সরদার, প্রিন্স রায় পিন্টু, পুলকেষ সরদার, দীপংকর মন্ডল, বিল্লাল হোসেন, সামাদ গাজী, আলামিন সানা, তরুন বিশ্বাসসহ ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন ও সকল ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।
এর আগে বেলা সাড়ে ১১টায় বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বটবুনিয়া বাজার চত্বরে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও বিশেষ অতিথির বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।