দাকোপ প্রতিনিধি
দাকোপে গহীন সুন্দরবনের ভিতর থেকে অজ্ঞতনামা (৫৫) এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছেন দাকোপ থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত গ্রাম পুলিশ উত্তম মন্ডল লোক মারফত জানতে পারেন, কৈলাশগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে বুড়ির ডাবুর নদীর অপর পাড়ে সুন্দরবনের গহীনে নদী থেকে প্রায় ৪শ’ গজ দুরে একটি পশুর গাছের ডালে যা ভুমি থেকে প্রায় ১০ হাত উপরে একজন অজ্ঞাত পুরুষ আনু: (৫৫) এর অর্ধ গলিত লাশ ঝুলে আছে। এ অবস্থায় গ্রাম পুলিশ উত্তম মন্ডল থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ স্থানীয় গ্রামবাসীর সহযোগীতায় ঘটনা স্থল থেকে অজ্ঞত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে দাকোপ থানা পুলিশের ওসি তদন্ত মো: আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সুন্দরবনের গহীন থেকে অজ্ঞত নামা পুরুষ ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামী ১৬ জুন উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য খুলনার মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত