দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে ইজারা নেওয়া ঠাকুরুনবাড়ি বদ্ধ জলমহাল (খাল) ইজারাদারকে বিতাড়িত করে জবরানে দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভূক্তভোগি ইজারাদার হাফিজুর রহমান হাফিজ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ঠাকুরুনবাড়ি বদ্ধ জলমহালটি উপজেলার শ্রীনগর কালিনগর মৌজায় ১ নম্বর খাস খতিয়ানের ১৪২০, ১০৯০, ১৪৩৩, ৯৫২ ও ৯৩৯ দাগে এবং জয়নগর এলাকায় অবস্থিত। উক্ত জলমহালটি জয়নগর এলাকার হাফিজুর রহমান হাফিজ বাংলা ১৪৩০ এবং ১৪৩১ সালের জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থেকে ইজারা নেয়। যথা নিয়মে তিনি রসিদের মাধ্যমে সরকারি রাজস্ব পরিশোধান্তে দখলনামা প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে উক্ত খালে রুই, কাতলা, ভেটকি, চিংড়ি, গলদা, টেংরা, পারশেসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ পরিচালনা করে আসছিলেন। কিন্তু একই এলাকার লতিফ সানার নেতৃত্বে শিবনগর এলাকার সাকাত সানা ও লিয়াকত সানা হাফিজকে বিতাড়িত এবং জোরপূর্বক দখলের চেষ্টায় উক্ত খাল থেকে প্রতিনিয়ত মাছ চুরি ও ধরে ক্ষতি সাধনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোকারি ইজারাদার হাফিজুর রহমান হাফিজ জানান, এসব ঘটনা তিনি প্রথমে স্থানীয় মেম্বর হাবিবুর রহমানকে জানিয়ে ছিলেন। কিন্তু তারা মেম্বরের কথায় কর্ণপাত না করায় তিনি গত ২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি নির্বাহী কর্মকর্তা আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত তিনি অভিযোগের কোন প্রতিকার পাননি বলে জানান। এদিকে লতিফ এখনো পর্যন্ত প্রকাশ্যে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিচ্ছে বলে হাফিজ দাবি করেন। লতিফ সানা বলেন, ঠাকুরুনবাড়ির খাল আমি অনলাইনে আবেদন করে কিনেছিলাম। তারপর হাফিজ ভূমি অফিস থেকে খাস ডাকে অংশ গ্রহন করে খাল নিয়ে মাছ চাষ করছে। তার খালে আমরা কেউ মাছ ধরছি না। আমি ওই খাল নিয়ে বিভাগিয় কমিশনারের কার্যালয় কেস করেছি। আগামী ২২/১২/২৪ কেসের দিন ধার্য্য আছে সেখান থেকে আমি রায় পেলে খালের দখলে যাবো। এবিষয়ে মেম্বর হাবিবুর রহমান জানান, আমি লতিফকে বার বার বলেছি কিস্তু সে কোন কথা শুনতে চায় না। সে এখনো পর্যন্ত তার গায়ের জোরে খালের মাছ ধরে বিক্রি করে নিচ্ছে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর এ প্রতিবেদকে বলেন, রবিবার অফিসে এসে অভিযোগের বিষয়ে তিনি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিবেন।