দাকোপ (খুলনা) প্রতিনিধি : ইসকন নিষিদ্ধের দাবিতে এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে দাকোপে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত।
শুক্রবার জুম্মাবাদ উপজেলা হেডকোয়াটার জামে মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ডাক বাংলো মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে ও মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম মীর, চালনা পৌরসভা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ হোসেন, পৌরসভা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি হাফেজ মুফতি মাওলানা ইকবাল হুসাইন প্রমুখ। বিক্ষোভ মিছিলে স্থানীয় মুসলি, বিএনপি, জামায়াত ইসলামী, হেফাজত ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করেন।
দাকোপে ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
Leave a comment