দাকোপ প্রতিনিধি : দাকোপে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় দাকোপ থানায় মামলা দায়েরসহ আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে বারইখালী গ্রামে জনৈক প্রনব তরফদারের দোকানের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এস আই রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের ১টি টিম সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িতরা দৌড়ে পালানোর চেষ্টাকালে অশোক সরদার (২০) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। গ্রেফতারকৃতের প্যান্টের পকেট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতার হওয়া অশোক বটিয়াঘাটা উপজেলার করেরডোন গ্রামের শিব সরদারের পুত্র। এ ঘটনায় এস আই রবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ধারায় দাকোপ থানায় মামলা দায়ের করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত