দাকোপ (খুলনা) সংবাদদাতা : খুলনার দাকোপে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বেসরকারি এনজিও এ্যাড্রা বাংলাদেশ‘র উদ্যোগে এ ত্রান বিতরণ করা হয়।
শনিবার সকাল ১০টায় চালনা এম এম কলেজ মাঠে এনজিও এ্যাডরা বাংলাদেশ‘র ম্যানেজার পল বাড়ৈ সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রান বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন এ্যাড্রার প্রোগ্রাম অফিসার ভিক্টর বৈদ্য, কমিউনিকেশন এন্ড পি.আর সৈয়দ আবু সালেহ মাফুজ, অধ্যক্ষ অসিম কুমার থান্দার, পেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মামুনুর রশিদ, জিএম আজম প্রমুখ। সভা শেষে উপজেলার তিলডাঙ্গা, বাজুয়া, পানখালী ও চালনা পৌরসভার ১৩৮০ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ৮ কেজি ডাল, ৪ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি আটা ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
দাকোপে এ্যাডরার ত্রান বিতরণ
Leave a comment