দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে কুমিরের সাথে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন জয়ন্ত সরকার (২০) নামে এক যুবক । সে উপজেলার বানিশান্তা ইউনিয়নের পূর্ব ঢাংমারী এলাকার শচীন সরকারের ছেলে। মঙ্গলবার বিকাল ৫টায় বাড়ির পাশ^বর্তী সুন্দরবন সংলগ্ন ঢাংমারী নদীর ঘাটে এঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জয় কুমার মন্ডল জানান, জয়ন্ত সুন্দরবন থেকে এসে নৌকা থেকে নদীর ঘাটে নেমে হাত পা ধোয়ার সময়ে তার পায়ে কুমিরে কামড়ে ধরে পানির মধ্যে নিয়ে যেতে থাকে। এসময়ে তার ডাক চিৎকারে সঙ্গীয়সহ স্থানীয় লোকজন এসে কুমিরের কাছ থেকে তাকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে বানিশান্তা বাজারে পল্লী চিকিৎসক উত্তম দাসের কাছে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা নিয়ে সে বাড়িতে রয়েছেন বলে তিনি জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত