
দাকোপ (খুলনা) প্রতিনিধি : অতীন মন্ডলকে সভাপতি বিলাশ বিশ্বাসকে সম্পাদক এবং সুভাষ হালদারকে কোষাধক্ষ করে দাকোপ উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ৩ সদস্য বিশিষ্ট পঞ্চবার্ষিকী মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাত ৮টায় উপজেলা সদর চালনা বৌমার গাছতলায় অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চত্বরে অন্তবর্তীকালিন গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য এ্যাডঃ সুকল্যান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্দিরের নানা উন্নয়ন, সমস্যা সমাধান ও আয় ব্যয় সম্পর্কিত বিষয়ের আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়। মন্দির চত্বরে উপস্থিত প্রায় দেড় হাজার ভক্তবৃন্দের নিকট থেকে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের জন্য নাম প্রস্তাবের আহবান জানানো হলে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় উল্লেখিত পদে তারা নির্বাচিত হন। নব নির্বাচিতরা চালনা পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ১০১ সদস্য সংযুক্ত করে পূর্ণাজ্ঞ কমিটি গঠন করে আগামী ৫ বছরের জন্য এ মন্দিরের দায়িত্ব পালন করবেন। এসময়ে এ্যাডঃ চিত্তরঞ্জন সরকার, এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, সুভাষ হালদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এদিকে নতুন কমিটির নেতৃবৃন্দকে গতকাল মঙ্গলবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্থানের ভক্তবৃন্দরা।

