
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, মনিটরিং অফিসার ধীমান মজুমদার (এগ্রিকালচার) পানখালি ইউপি চেয়ারম্যান ছাব্বির আহমেদ শেখ, প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষক গোবিন্দ বিশ্বাস, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত