দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে’র আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এ গরু বিতরনের আয়োজন করেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রজিত রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা বিপুল কুমার দাশ, ক্ষেত্র সহকারী আলমাস হোসেনসহ আরো অনেকে। সভা শেষে উপজেলার ১৬ জন সুফলভোগি জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) বিতরন করা হয়।
দাকোপে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন
Leave a comment