প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৩, ৮:৩০ পি.এম
দাকোপে ট্রলার ডুবে ১ জনের মৃত্যু
![]()
দাকোপ প্রতিনিধি : ঝড়ো হাওয়ার কবলে পড়ে দাকোপে বালুবাহী ট্রলার ডুবে ১ শ্রমিক মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে।
জানা যায় খুলনা থেকে ছেড়ে আশাশুনির উদ্দেশ্যে যাওয়া জনৈক নাসির হাওলাদারের বালুবাহী ট্রলার মঙ্গলবার সন্ধ্যায় দাকোপের কালীবাড়ী এলাকায় নোঙর করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হটাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ট্রলারে থাকা ১ মহিলাকে নামিয়ে দিয়ে চালক সবুজ এবং আবুল কালাম ট্রলারটি নিরাপদ স্হানে নেওয়ার চেষ্টা কালে শিপসা এবং ঢাকী নদীর মোহনায় ডুবে যায়।
তখন চালক সবুজ লাফিয়ে পড়ে নিরাপদে চলে আসে। কিন্তু তার সহযোগী আবুল কালাম (৩৫) মোবাইল ও টাকা নিতে ভীতরে ঢুকে আটকা পড়ে বলে ধারনা করা হয়। ঘটনার পর বুধবার সকাল থেকে দাকোপ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোজ ব্যক্তির সন্ধানে নামে। বেলা ১২ টার দিকে ডুবন্ত ট্রলারের ভীতর থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত আবুল কালাম বাগেরহাট জেলার শরনখোলা থানাধীন বগী গ্রামের মৃঃ আঃ রহমান খলিফার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাকোপ থানায় ছিল । এবং মৃতের ভাই আবু সালেহ বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়ের পূর্বক লাশ গ্রহনের আইনী প্রক্রিয়া চলমান ছিল বলে থানা সুত্রে জানা যায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া