দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে উপকারভোগী তরুণ তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডাঃ সুদীপ বালা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজেদ হোসেন সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান সাব্বির আহম্মেদ শেখ, সহকারি সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ গাজি প্রমুখ।
দাকোপে তারুণ্যের উৎসব উদ্যানে আলোচনা সভা
Leave a comment