দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের সেবা সংক্রান্ত বিষয়ে গণ শুনানী অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিএনআরএস ইভল্ভ প্রকল্পের আওতায় উপজেলা সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) এ গণ শুনানীর আয়োজন করেন।
গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা সিএসও নেটওর্য়াকের সদস্য ও সাবেক ইউপি সদস্য বিথীকা রায়ের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মিলন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিএসও সদস্য কালিপদ রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিএসও সদস্য রওশন আরা বেগম প্রমুখ। এ সময়ে ফিল্ড ফ্যাসিলিটেটর তৃপ্তি মন্ডল উপস্থিত ছিলেন।
দাকোপে প্রাণী সম্পদের সেবা সংক্রান্ত বিষয়ে গণ শুনানী
Leave a comment