
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রমে খাতভিত্তক বাজেট বিভাজন বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশ‘র কারিগরি সহযোগিতায় সিএনআরএসের ইভলভ প্রকল্পের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের হল রুমে প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রুবায়েত আল আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুলাহ আল মাহামুদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, পংকোজ কুমার সরকার, শিক্ষক চিন্ময় বিশ্বাস, সাংবাদিক শিপন ভূইয়া, বিধান চন্দ্র ঘোষ, সিএসও নেটওয়ার্ক কমিটির সদস্য কালিপদ রায়, বিথীকা রায়, রওশন আরা বেগম, শিবানী রায় দুর্গা ঘোষ প্রমূখ। এসময়ে অন্যান্য সিএসও নেটওর্য়াকের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।