
দাকোপ প্রতিনিধি : খুলনার দাকোপে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় ইউএসএআইডি প্রকল্পের আওতায় বাল্য বিবাহ ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা নিরসনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সচিবদের সক্ষমতা বৃদ্ধি মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, মাসুম আলী ফকির, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, নবযাত্রার স্টিফেন হেমব্রম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সচিব মাধব চন্দ্র বালা, পংকজ সরকার, এস এম ইমরান আলী, কাহদি আজম, এমডি ইমরান আলী, প্রদীপ মন্ডল, ইউপি সদস্য আইয়ুব আলী ঢালী, এনায়েত শরীফ, ইদ্রিস আলী, বিশ^জিত রায়, নিশিত মন্ডল, লিপি মন্ডল, চন্দনা জোয়াদ্দার, হিল্লোল সরকার প্রমুখ।