দাকোপ প্রতিনিধি : প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি এনজিও রূপান্তরের ইয়ুথ ফর সুন্দরবন প্রকল্পের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইয়ুথ ফর সুন্দরবন গ্রুপের আহবায়ক গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন পুজা রায়, অমিত রায়, প্রান্ত বিশ্বাস, জুয়েল রায়, অন্তরা মিস্ত্রী, তন্বী রায়, সুমি খাতুন, প্রসেনজিৎ বাওয়ালি প্রমুখ। সভা শেষে প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য পরিষ্কার করে এবং সেটা যথাযথ স্থানে অপসারণ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত