দাকোপ (খুলনা) প্রতিনিধি : বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে খুলনার দাকোপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ ভাবে এ সভার আয়োজন করেন।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, চালনা বাজার সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী হালদার, প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সপ্না বিশ্বাস, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসন্তীলতা বিশ্বাস, উপজেলা তথ্য কর্মকর্তা তাজমিনা আক্তার, কাউন্সিলর নাসিমা বেগম। অন্যানের মধ্যে বক্তৃতা করেন জাকারিয়া আল হেলাল, এস আই সুশান্ত কুমার পাল, শিক্ষক বিকাশ হালদার, সাগর সেন প্রমুখ। সভা শেষে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ২৫ হাজার টাকা করে ২০ জনকে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এর পূর্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অনুরুপ একটি সভা অনুষ্ঠিত হয়।
দাকোপে বিশ্ব মা দিবসের আলোচনা সভা
Leave a comment