
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে “পরিস্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস-২৫ পালন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ দিবসটি পালনের আয়োজন করে। বুধবার সকাল ১০টায় চালনা এন.সি বুলুবার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী শামীউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হাত ধোয়া প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপ্পল বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, মামুনুর রশিদ প্রমুখ। এসময় অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষিকাসহ ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ ছাড়া এনজিও ডিএসকের সহায়তায় শিক্ষার্থীদের হাতে কলমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।