দাকোপ প্রতিনিধি : দাকোপে হুইপ পঞ্চানন বিশ্বাসের প্রতিনিধি হিসাবে পাউবোর ৩৩নং পোল্ডারে ভাঙনরোধ প্রকল্পের আওতায় চলমান জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ পরিদর্শন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন। রোববার সকালে তিনি পানি উন্নয়ন বোর্ডের ৩৩নং পোল্ডারের আওতায় দাকোপ ইউনিয়নের পোদ্দারগঞ্জ ফেরীঘাট এবং দাকোপ লঞ্চঘাট এলাকায় ভাঙনরোধে পলেষ্টার জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে চলমান অস্থায়ী প্রতিরক্ষা কাজ পরিদর্শন করেন। তিনি এই কাজে ব্যবহ্নত বালি, বালির পরিমাপ এবং সিডিউল অনুযায়ী নদীর ভাটি এলাকায় ডাম্পিংয়ের আয়তন সম্পর্কে অবহিত হন। এ সময় দাকোপ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, আ’লীগনেতা অধ্যাপক সুপদ রায়, শিপন ভূইয়া, আজগর হোসেন ছাব্বির, ক্ষিতিশ রায়, রতন মন্ডল, বিধান বিশ্বাস, স্বপন মন্ডল, ইউপি সদস্য নুর ইসলাম, বিশ্বজিত রায়সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বব্যাংক প্রতিনিধি সজীব আহমেদ, পাউডোর এস ও নয়ন আলী এবং সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পৃথক দু’টি স্থানে কাজের গুনগত মান নিশ্চিত এবং ঠিকাদারদের সহযোগিতা করার লক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে দু’টি কমিটি গঠন করা হয়।