দাকোপ (খুলনা) প্রতিনিধি : উড়ো চিঠিতে সন্ত্রাসী লুটপাট চাঁদাবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে দাকোপে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বুধবার বেলা ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক আঃ রাজ্জাক শেখ বলেন, গত ৩০ জানুয়ারী পানখালী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাকযোগে আসা একটি উড়ো চিঠি আমি পাই। কথিত তরুন কুমার বিশ্বাস পিং হরেন বিশ্বাস সাং বাঙ্গালী নামের ভূয়া পরিচয়দানকারী চিঠিতে বাদী হিসাবে উল্লেখ আছে। পরবর্তীতে জানতে পারি আমার বিরুদ্ধে একই অভিযোগের চিঠি প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। চিঠিতে আমার বিরুদ্ধে ঘের দখল, লুটপাট এবং ভাড়াটিয়া কিলার হিসাবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। আনিত এমন অভিযোগ সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদীত। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে এ ধরনের চিঠি দেওয়া হয়েছে বলে আমি মনে করি। অভিযোগের বিষয়ে অনুসন্ধানের চেষ্টাকালে নিশ্চিত হই কথিত আবেদনকারী এবং সেখানে ব্যবহ্নত ০১৯১৫৮২৮৮৯৪ এবং ০১৭৭৫১৮৬৬৭৫ দুটি নাম্বারই ভূয়া। তিনি বলেন বিগত স্বেরাচার হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় আমি বিভিন্ন হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। তারই ধারাবাহিতায় ষড়যন্ত্র অব্যহত আছে বলে আমার ধারনা। এ ঘটনায় আমি দাকোপ থানায় সাধারণ ডায়েরী করি যার নং ১৬২ তাং ০৪/০২/২৫। আমি এই কথিত অভিযোগের সঠিক তদন্ত এবং জড়িতদের কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাই। এ সময় সংবাদ সম্মেলনে চালনা পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, উপজেলা বিএনপিনেতা দীপক সরদার, শেখ শহিদুল ইসলাম, বাচ্চু ফকির, মনিরুল ইসলাম মনি, জান্নাতুল ফেরদাউস, মুনসুর আলী মীর, মালা কাজী, যুবনেতা ফেরদাউস সানা, বদিয়ার রহমান, আজমির সানা, তমালিকা ফেরদাউস, শাহিনুর বেগম উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত